ত্রিশ গোডাউন বধ্যভূমিটি বরিশাল জেলার কোতয়ালী থানাধীন কীর্তনখোলা নদীর তীরবতীর্ বরিশাল শহরস্থ ত্রিশ গোডাউন সংলগ্ন স্থানে অবস্থিত। ১৯৭১ সালে ২৯ শে এপ্রিল পাকিস্তানী হানাদার বাহিনী বরিশাল জেলার বিভিন্ন স্থানে ক্যাম্প স্থাপন করেন । এসব ক্যাম্প, এর আশপাশ এবং সুবিধা জনক স্থানকে বধ্যভূমি হিসাবে তারা ব্যবহার করে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্থানী হানাদার বাহিনী কতৃর্ক বাংলার অগনিত মুক্তিকামী নর—নারীকে হত্যা করে নদী এবং খালের পানিতে শহীদদের লাশ পানিতে ভাসিয়ে দেয় ফলে অধিকাংশ ক্ষেত্রে অনেক শহীদ দের সনাক্ত এমন কি সমাহিত করা সম্ভব হয়নি। বরিশাল ত্রিশ গোডাউন এর কম্পাউন্ডের পানি উন্নয়ন বোর্ডের একটি পুরাতন ভবনকে পাকিস্তানীরা দখল করে ক্যাম্প এবং টর্চার সেল হিসাবে ব্যবহার করে। এখানে শুধু হত্যাই করতো না নারীদের ধর্ষণও করা হতো। ত্রিশ গোডাউন বধ্যভূমিতে পাকিস্থানী বাহিনী প্রায় তিন সহ¯্রাধিক মানুষকে হত্যা করে। বধ্যভূমির দূরত্ব বরিশাল শহর থেকে ০২ কিঃমিঃ কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। বর্তমানে বধ্যভূমিটি একটি দর্শণীয় স্থান হিসেবে বরিশাল বাসিরকাছে অতি পরিচিত।