শাহী ৯৯ পার্ক
বরিশাল জেলাধীন গৌরনদী থানা এলাকায় ২০১২ সালে শাহী ৯৯ পার্ক প্রতিষ্ঠিত হয়। এটি সৌন্দর্যবর্ধন মূলক বিনোদন পার্ক। বরিশাল জেলা শহর বরিশাল হতে ৩০ কিলোমিটার দূরে এটি অবস্থিত। যাতায়াত ব্যবস্থা পাকা সড়ক পথ। শিশু ও বয়স্কদের জন্য মনোরম পরিবেশে আনন্দ উপভোগ করার জন্য পর্যটকরা এখানে আসেন। পর্যটক/দর্শনার্থীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা ভালো। এখানে স্থানীয় থানা পুলিশের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ ডিউটি পালন করে থাকেন। আগত পর্যটক/দর্শনার্থীদের জন্য ওয়াসরুমের ব্যবস্থা আছে। তবে রাত্রীযাপনের জন্য গৌরনদী থানাধীন ডাকবাংলো আছে। শীতকালে পর্যটক সমাগম বেশি হয় এবং বর্ষার সময় পর্যটক সমাগম কম হয়। স্পটটি বর্তমানে ব্যক্তি মালিকানাধীন।